<p>চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলমের মালিকানাধীন ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় ৩ ঘণ্টা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।</p> <p>আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা।</p> <p>সকাল থেকে দেখা যায়, বিক্ষোভকারীদের অবরোধের ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না। কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় ১০০ কিমি গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732431551-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় ১০০ কিমি গতিতে চলল পরীক্ষামূলক ট্রেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450057" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনকারীরা জানান, অনলাইনে আবেদন করে, সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে। চট্টগ্রামের মানুষ দেশের সব-বিপদে আপদে এগিয়ে যায়, এখন সরকারের কি চট্টগ্রামের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই! এ বিষয়ে ডিসি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুশিয়ারি দেয় তারা।</p> <p>কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, যানচলাচল শুরু হয়েছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালানো হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732422751-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450021" target="_blank"> </a></div> </div>