<p>মৌলভীবাজারের কমলগঞ্জের নুরজাহান চা-বাগানে বাসায় ডাকাতিকালে চা-শ্রমিকদের হাতে পিটুনিতে মো. আলাল আহমদ (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরো তিন ডাকাতকে আটক হয়। আটককৃতদের বাড়ি কমলগঞ্জের শ্রীপুর ও লঙ্গুরপার গ্রামে।</p> <p>শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা-বাগানের সালেহ আহমদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ওসি তদন্ত শামীম আকনজি চা-বাগানে একজন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। </p> <p>নিহত আলালের বাড়ি সিলেট মোগলাবাজারের গোটাটিকর গ্রামে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া ডাকাত সেজুল মিয়া (৩০), আহত আব্দুল মালেক ও  জসিম মিয়াকে আটক করে পুলিশ। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>ইউপি সদস্য সালেহ আহমদ জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় ৪/৫ জনের একটি ডাকাত দল তার বাসায় ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় চা-বাগানের ডিউটিরত নৈশপ্রহরী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন বাগানের শ্রমিকরা। তখন চা-বাগানে পাগলা ঘণ্টা বাজালে চা-শ্রমিকরা তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন। তখন অপর ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময়  উত্তেজিত চা-শ্রমিকরা তিনজনকে আটকে গণধোলাই দিলে ঘটনাস্থলে আলাল আহমদ (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়। নিহতের বাড়ি মোগলাবাজারের গোটিকর গ্রামে।</p> <p>আহত অবস্থায় কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে শ্রীপুর গ্রামের আব্দুল মালেক ও মাধবপুর ইউনিয়নের লঙ্গুর পার গ্রামের সেজুল মিয়াকে আটক করা হয়। আহত আব্দুল মালেক ও জসিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ডাকাত সুজেল মিয়াকে কমলগঞ্জ থানায় আটক রাখা হয়েছে।  নিহত ডাকাত আলাল আহমদের মরদেহ পুলিশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।</p>