<p>ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন।</p> <p>এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঝিনাইদহে যুবলীগ নেতা গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731693503-d283f0c3a0f6b61355297f02e0e19368.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঝিনাইদহে যুবলীগ নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1447123" target="_blank"> </a></div> </div> <p>অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।</p>