<p>কুড়িগ্রামের রৌমারীতে অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেছে কলেজপাড়া এলাকার ভুক্তভোগীরা।</p> <p>তাদের অভিযোগ, সড়ক না থাকায় তারা নানা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবরুদ্ধ জীবন থেকে তারা মুক্তির চান। সেজন্য আজকের এই মানববন্ধন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুল হাসান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমুখ।</p> <p>মানব বন্ধনে বক্তারা বলেন, ‘রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের প্রতিবন্ধী, বয়স্ক, অসুস্থরোগী, শিক্ষক, ছাত্রছাত্রীসহ অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেটি বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষসহ কিছু দুষ্কৃতকারী। এতে চলাচলের একমাত্র পথ হারিয়ে আমরা নানা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রৌমারীতে বিজিবি ও ছাত্র-জনতার উদ্যোগে সাঁকো নির্মাণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/04/1725448985-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রৌমারীতে বিজিবি ও ছাত্র-জনতার উদ্যোগে সাঁকো নির্মাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/04/1422039" target="_blank"> </a></div> </div> <p>তারা জানান, কলেজের সীমানা দেয়াল তৈরির সময় বাধা দিলে রাস্তার জন্য ৩ থেকে ৪ ফুট জায়গা ছেড়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে ওই কলেজেরই লেকচারার হাবিল উদ্দিন ছেড়ে দেওয়া জায়গায় ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ হওয়ায় এ পথে চলাচলকারী অর্ধশতাধিক পরিবারের সদস্যরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন।</p> <p>আক্ষেপ জানিয়ে তারা বলেন, রাস্তা না থাকায় এ গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারেও নেওয়া যাচ্ছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রৌমারীতে ভুয়া চিকিৎসক আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/25/1721915982-34acfd68ee317001f49d75e87d18a37c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রৌমারীতে ভুয়া চিকিৎসক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/25/1408696" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p>