<p>প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবার দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবনের দাবি করেছেন সরকারের যুগ্মসচিব ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে সাংবাদিকদের সামনে তিনি এ মডেল তুলে ধরেন। </p> <p>এ সময় তিনি জানান, এ উদ্ভাবন মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌপরিবহণ মন্ত্রণালয়ে পাঠানোর পর তা বিশ্লেষণের মধ্যদিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। সেখান থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উক্ত পত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।</p> <p>কাজী আবেদ হোসেনের দাবি, ‘এই উদ্ভাবনটি দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবেন। দ্রব্যমূল্যের উত্তরণ হলে আমাদের দেশ খুব অল্প সময়ে খুব বেশি মাত্রায় এগিয়ে যাবে এবং উন্নয়ন সম্ভব হবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবে না, অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই, নতুন আইন তৈরির দরকার নেই। এটি সাধারণ মানুষের সহজ বোধগম্য ও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব হবে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোংলা বন্দরে ধারণ করা ইত্যাদি দেখা যাবে আগামী শুক্রবার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732428001-039e21c61d2b4cd179fd8f83e158417c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোংলা বন্দরে ধারণ করা ইত্যাদি দেখা যাবে আগামী শুক্রবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/24/1450043" target="_blank"> </a></div> </div> <p>এর আগে ২০০৩ সালে বান্দরবানের পর্যটন স্পট নীলাচলেরও আবিষ্কারক দলে ছিলেন কাজী আবেদ হোসেন। তিনি পরপর ৪ বছর সরকারের কোনো অর্থ ব্যয় না করে প্রজনন মৌসুমে মাছ না ধরার মডেল বাস্তবায়ন করেন। এ মডেল অনুসরণে ২০১১ সাল থেকে প্রজনন মৌসুমে ইলিশ না ধরার কার্যক্রম বেগবান হয়। এ মডেল উদ্ভাবনে ২০০৯ সালে সরকারের স্বর্ণপদকে ভূষিত হন তিনি। </p> <p>দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেল উদ্ভাবন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরা।</p>