<p>পরিচ্ছন্নতা কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘কোনো ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। যে কাজকে রুজি-রোজগার হিসেবে নিয়েছেন সেটাকে হালাল করার চেষ্টা করবেন। জনগণের দুর্ভোগ যাতে না হয়, জনগণের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। কাজ না করলে চাকরি থাকবে না।’ </p> <p>সোমবার (২৫ নভেম্বর) জামালখান ওয়ার্ডে পরিদর্শনকালে তিনি আরো বলেন, ‘নগরের ৪১টি ওয়ার্ডে কোনো জনদুর্ভোগ দেখলে- সেটা রাস্তা হোক, ময়লা হোক, ডাস্টবিন হোক, মশা হোক বা অন্য কিছু হোক আপনার আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেব।’ </p> <p>ওয়ার্ডটি পরিদর্শনকালে কিছু কিছু জায়গায় অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখেন মেয়র শাহাদাত হোসেন। পরে ওয়ার্ডের সুপারভাইজারকে ওই জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দুই দিনের সময় দেন। আর দুই দিনের মধ্যে শেষ করতে না পারলে চাকরি চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন চসিক মেয়র শাহাদাত হোসেন।</p> <p>এ সময় স্থানীয়রা বলেন, ‘এক সময় ওয়ার্ডের অনেক পরিচ্ছন্নতাকর্মী কাজ করতেন না। ডা. শাহাদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়ার্ডগুলোতে পরিদর্শনে গিয়ে হাজিরা নেওয়ায় ওয়ার্ড পর্যায়ে কাজের গতি বেড়েছে।’</p> <p>মেয়র সুপারভাইজারকে বলেন, ‘আপনাকে দুই দিনের সময় দিচ্ছি। দুই দিনের মধ্যে পরিষ্কার করতে হবে। আর না হয় আপনার চাকরি চলে যেতে পারে। আমি স্থায়ী-অস্থায়ী দেখব না, আমার কাজ দরকার।’</p> <p>এ সময় মেয়র পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের এলাকাবাসীর সামনে ডেকে নিয়ে উপস্থিত বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তারা আসলেই কাজ করেন কি না। উপস্থিত বাসিন্দারাও যাদের মাঠে দেখেন না তাদের বিরুদ্ধে অভিযোগ জানান।</p>