<p>হবিগঞ্জের মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।</p> <p>হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় সজল দাশ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হন।</p> <p>আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কাঁচারী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত গাড়ির চাপায় সজল দাশ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হন। নিহত সজল দাশ মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের হরি দাশের ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো ৩ যাত্রী আহত হন।</p> <p>শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত একটি গাড়ি কাঁচারী এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর যাত্রী সজল দাশ ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন আহত হন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি মহাসড়কের ওপর থেকে অপসারণ করে।</p> <p>এদিকে আজ মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে সেলিম মিয়া (৫০) নামে এক সিএনজি অটোরিকশার চালকের মৃত্যু হয়।</p> <p>এর আগে গত ২৩ নভেম্বর দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া সড়কের ব্রিজের পাশে সিএনজি অটোরিকশা চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির এই তথ্য নিশ্চিত করেন।</p>