<p>রাজবাড়ীর দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহ খান বাবু বাড়ির ভাড়াটিয়া কাতার প্রবাসীর স্ত্রী বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে মাত্র ১৩ ঘণ্টা ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তার বাসার স্বর্ণালংকার, মাটির ব্যাংক, নগদ টাকা ও টেলিভিশনসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। এমন ঘটনায় হতভম্ভ হয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজবাড়ী থানায় মামলা করেন প্রবাসীর স্ত্রী। শুক্রবার রাতে জেলা শহরের সজ্জকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।</p> <p>মামলা সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর রাত ৯টার দিকে পাঁচ বছর বয়সী শিশু আবিদা জান্নাতকে নিয়ে পার্শ্ববর্তী হোসনাবাদ গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান কাতার প্রবাসী মো. আসলাম শেখের স্ত্রী কামরুন্নাহার অনন্যা। পরদিন সকাল ১০টার দিকে বাসায় ফিরে আসেন তিনি। তবে ঘর খুলতে গিয়ে বাধে বিপত্তি, ঘরের ভেতর থেকে আটকানো ছিল। ওই সময়ই তিনি কারণ খোজাখুজি করতে ঘরের পেছন দিকে যান এবং গিয়ে দেখেন পেছনের জানালার গ্রিল কাটা। </p> <p>পরে ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে অনন্যা দেখেন, ১৫টি স্বর্ণের দুল, চেইন ও ব্রেসলেট, মাটির ব্যাংক, নগদ ১৯ হাজার টাকা ও দেয়ালে আটকে রাখা ৩২ ইঞ্চি টেলিভিশনসহ ৯ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল নেই।</p> <p>মামলা তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সেই সঙ্গে খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছেন তারা।</p>