<p>কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি উখিয়ার কুতুপালং এলাকায় ১ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছান। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন। </p> <p>পরে তিনি ৪ নম্বর রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ১৬ সদস্যের প্রতিনিধিদল। বিকেলে তিনি কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। </p> <p>শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান কেসি রোহিঙ্গা ভিক্টিম ও তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। একটা এক্সপ্রেকটেশন রয়েছে, তারা এই ঘটনায় (মায়ানমার গণহত্যা) বিচার দেখতে চায়। তাদের মতো করে সব কিছু করা হয়েছে।</p> <p>তিনি বলেন, করিম এ এ খান রোহিঙ্গা যাদের সঙ্গেই কথা বলেছেন তারা সবাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তারা নিজেদের দেশে ফেরত যেতে চায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক বস্ত্রমন্ত্রীর এপিএস, শেষরক্ষা হলো না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1731997778-1ffe48f838b8012c65f10335b827bcc3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক বস্ত্রমন্ত্রীর এপিএস, শেষরক্ষা হলো না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448295" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে করিম খান জানিয়েছেন- এটি দীর্ঘ প্রক্রিয়া। তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। </p> <p>সূত্রমতে, কঠোর নিরাপত্তার চাদরে তিনি মানবতাবিরোধী অপরাধের বিষয়ে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। তবে কী কী নিয়ে আলোচনা ও তদন্ত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।</p> <p>এর আগে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান করিম এ এ খান। একইদিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছান।</p> <p>পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশে ৪ দিনের সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। তিনি ২৫-২৮ নভেম্বর বাংলাদেশে থাকবেন। কক্সবাজারে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিডিয়াকর্মীদের জন্য রিসোর্টে ৫০% ছাড় দিচ্ছেন ওস্তাদ জাহাঙ্গীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732625034-2101833a0267411bca079e10d1da719b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মিডিয়াকর্মীদের জন্য রিসোর্টে ৫০% ছাড় দিচ্ছেন ওস্তাদ জাহাঙ্গীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/travel/2024/11/26/1450891" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফিরে গেছেন করিম। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।</p> <p>প্রসঙ্গত, সর্বশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান।</p>