<p style="text-align:justify">সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ২ নম্বর আমলি আদালতের বিচারক মিছবাহুল হকের আদালতে তোলা হয়।</p> <p style="text-align:justify">রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, আসামির পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আলী জানান, উনার বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">মামলার বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিগত ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় ভোজপুর বাজার বিএনপির এমপি প্রার্থী হাজি মুজিবুর রহমানের নির্বাচনী পথসভায় ১ নম্বর আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে তাদের পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। মামলায় এজাহারভুক্ত ৫৫ জন আসামি ছাড়াও অজ্ঞাতপরিচয় আরো অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।</p> <p style="text-align:justify">এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়।</p>