<p>স্নাতক পাসের ভুয়া সনদ দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম জাহাঙ্গীর তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় এনজিও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান।</p> <p>এ বিষয়ে উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শিশির আহম্মদ গত রবিবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ করেছেন।</p> <p>বুধবার বিকেলে তিনি বলেন, সনদ জালিয়াতির তথ্য প্রমাণসহ অভিযোগ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।  </p> <p>এর আগে ২৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729580783-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437854" target="_blank"> </a></div> </div> <p>লিখিত অভিযোগে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ পরিচালনা কমিটির বিধি মোতাবেক ডিগ্রি কলেজের সভাপতি হতে হলে প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। খন্দকার সেলিম জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সনদ দিয়েছেন, তা নকল। ওই সনদপত্র অনুযায়ী তিনি ১৯৯৪ সালে স্নাতক পাস করেছেন। তার রোল নম্বর ১৭১১৪৫, রেজিস্ট্রেশন নম্বর ৯৫১৮৫২। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল টেবুলেশনে এই রোল ও রেজিস্ট্রেশন নম্বর কৃতকার্য হিসেবে লেখা নেই।  </p> <p>অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ‘২০১০ সালে ঢাকার ইবাইস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক পাস করেছি। রাজনীতি করার কারণে আমার প্রতিপক্ষ রয়েছে। তারা আমাকে হেয় করার জন্য মিথ্যা ষড়যন্ত্র করছে।’</p>