<p>জামালপুরের বকশীগঞ্জে দোকানে বিক্রির টাকার হিসাবে গরমিলের কারণে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ইলিয়াছ আলী (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৭ নভেম্বর) সকারে উপজেলার বাট্টাজোড় ইউপির কুলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>ঘটনার পর বকশীগঞ্জ থানা পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী ইলিয়াছ আলীকে আটক করে।</p> <p>নিহত গৃহবধূর নাম রহিমা বেগম (৩০)। তার স্বামী ইলিয়াছ আলী পেশায় ভ্যানচালক। সেই সঙ্গে তার একটি মুদি দোকানও রয়েছে। স্বামীর অনুপস্থিতিতে দোকান পরিচালনা করেন রহিমা।</p> <p>বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ আলী ভ্যান চালাতে গেলে তার অনুপস্থিতিতে দোকানে বসেন রহিমা। বুধবার সকালে দোকানের মাল বিক্রির টাকার হিসেবে দুই শত টাকার গরমিল হয়। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে কিল-ঘুষি মারতে থাকেন। কিল-ঘুষির আঘাতে রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730364058-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441157" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>