<p>চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৭ নভেম্বর) সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। </p> <p>আটকরা হলেন ওই এলাকার বকুলের স্ত্রী সাহানাজ ওরফে টিয়া (৩৫) ও তার প্রতিবেশী আব্দুর রউফের ছেলে লালন (৪২)। তারা মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানায় ডিএনসি।</p> <p>ডিএনসি আরো জানায়, বুধবার সকাল ৯টার দিকে টিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৩টি প্যাকেটে ৮৬ কেজি গাঁজা পাওয়া যায়।</p> <p>জেলা ডিএনসির পরিদর্শক ইলিয়াস আলী বলেন, গাঁজা কুমিল্লা সীমান্ত থেকে এনে ওই বাড়িতে মজুত করা হয়েছিল। এগুলো চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। </p> <p>তিনি আরো বলেন, বকুলের নামে আগে আরো একটি মামলা আছে। বুধবারের ঘটনায় জড়িত পলাতক দুজনসহ চারজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</p>