<p>বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের পর টঙ্গীর অপরাধ জোন হিসেবে খ্যাত এরশাদ নগরে আবারো ককটেল বিস্ফোরণ হওয়ায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে চাঁদাবাজি মামলার আসামি বিপ্লবসহ দুজন আটক হয়েছেন। সারা রাতব্যাপী চলবে এই অভিযান।</p> <p>বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এই অভিযান শুরু হয়। চলবে সারা রাত। </p> <p>জানা যায়, মঙ্গলবার রাতে এরশাদ নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। গুলি, ককটেল বিস্ফোরণ, দা, লাঠি ও চাপাতির ব্যবহারে সংঘটিত সংঘর্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে হৃদয় নামের একজনের অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় গতরাত থেকে এরশাদ নগরে চলছে উত্তেজনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী চাঁদাবাজ ধরতে যৌথ বাহিনী রাতব্যাপী অভিযান শুরু করে।</p> <p>স্থানীয় সূত্র বলছে, আজ বুধবার সন্ধ্যায় এরশাদ নগরে আবার কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর কয়েক শ সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে বিপ্লব নামে একজনসহ দুজন আটক হয়েছেন।</p> <p>অভিযানে অংশ নেয়া টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, এরশাদ নগরে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বিপ্লব নামে চাঁদাবাজি মামলার ৩নং আসামিসহ দুই জন আটক হয়েছে।</p>