<p>সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক খুন হওয়ার ঘটনায় স্ত্রী, পরকীয়া প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।</p> <p>দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলি ছেত্রা গুরই গ্রামের বাসিন্দা খুশনাহার (২২), ঢাকার মো. মাহমুদুল হাসান মাহিন (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেলদি গাজিরটেক গ্রামের নাদিম আহমদ নাঈম (১৯)।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দীন। তিনি বলেন, আদালতের বিচারক আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি অপরাধের সাক্ষ্য অদৃশ্য করার অপরাধে পেনাল কোডের ২০১ ধারায় খুশনাহার ও মাহমুদুল হাসানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। </p> <p>আদালত সূত্র জানা গেছে, ২০২৩ সালের ১৬ এপ্রিল কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে আল ইমরান স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে যান। তারা স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে উঠেছিলেন। পরে হোটেলের ড্রেনে আল ইমরানের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর হোটেল থেকে তার স্ত্রী খুশনাহার পালিয়ে যান। পরে জানা যায়, আল ইমরানের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসান নামের এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732576117-a96ff166972a280e139803df1b939b0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450745" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় খুশনাহার, তার পরকীয়া প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p>আদালতের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, ‘রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’</p>