<p>রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাই মে মারমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত পাই মারমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত অন্তত ২০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732861733-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত অন্তত ২০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451915" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের বাঙালহালিয়া ডাকবাংলোপাড়ায়  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাইমে মারমা নামে ওই নারী নিহত হন। এ ঘটনায় সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও হেলপারকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732856997-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গভীর রাতে বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/29/1451899" target="_blank"> </a></div> </div> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>