<p style="text-align:justify">ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকে হেকেম বাংলাদেশ লিমিটিড নামের একটি কীটনাশক তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।</p> <p style="text-align:justify">এলাকাবাসী জানায়, ধোয়া দেখে তারা আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও যুক্ত হয় ৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানির সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসকে।</p> <p style="text-align:justify">কারখানার ব্যবস্থাপক জামাল উদ্দিন জানান, কারখানাটি সারাক্ষণ তালাবদ্ধ অবস্থায় থাকতো। একজন গার্ড সেটি পাহারা দিতো। এখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করে পাশের কারখানায় প্যাকেজিং করা হতো। গুদাম ভর্তি মালামাল ছিল। এতে কারখানাটি পুরোপুরিভাবে ভস্মীভূত হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব না।</p> <p style="text-align:justify">ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানান, বিসিক শিল্প নগরী এলাকায় পানির সংকটের কারণে কর্মীদের আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হয়। কীটনাশকের কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানাটি কেমিক্যালের হওয়ায় নিজে নিজে উত্তপ্ত হয়ে আগুন লাগতে পারে। তারপরও তদন্তের পর বলা যাবে। </p>