<p>যশোর রেলওয়ে জংশন থেকে পদ্মা সেতু রেলপথ হয়ে চারটিসহ ঢাকায় যাতায়াতের ট্রেন দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। ছয় দফা দাবিতে আগামী ৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। </p> <p>শনিবার (৩০ নভেম্বর) যশোর জংশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির নেতারা।<br />  <br /> সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, নাজির আহমেদ শেফার্ড প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732957978-13e2d0d0e7d428523946079e136b75f5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/30/1452279" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্ট শুরু হলে স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু প্রকল্পের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, আমাদের স্বপ্ন তত দূরে সরে যাচ্ছে। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটে ৩টি ট্রেন ছিল। যেগুলো যমুনা সেতু হয়ে চলাচল করত। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মা সেতু হয়ে চলাচল করছে। গত মে/জুন মাসে জানা গেছে, যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। <br /> সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে ঘুণি, পদ্মবিলা হয়ে নড়াইল পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়া-আসা করবে। যশোর জংশন দিয়ে মাত্র একটি ট্রেন (বেনাপোল এক্সপ্রেস) যাতায়াত করবে। মোবারকগঞ্জ, কোটচাঁদপুরবাসী ঢাকায় যাতায়াতের জন্য একটি ট্রেনও পাবে না। যশোরবাসীকে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে।<br />  <br /> পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর জংশন থেকে যশোর-ঢাকা লিংক প্রজেক্টের উদ্বোধনী দিন থেকে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু ও দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।</p> <p>সংগ্রাম কমিটির অন্য দাবিগুলো হলো- ঢাকায় অফিস করার উপযোগী সময়সূচি এবং আন্ত নগর ট্রেনে সুলভ বগি যুক্ত, ট্রেনের যৌক্তিক ভাড়া নির্ধারণ, ট্রেনের টিকিটপ্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথকে দ্রুত ডবল করা।</p>