<p style="text-align:justify">বাগেরহাটের ফকিরহাটে ডলি বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল।</p> <p style="text-align:justify">গতকাল শুক্রবার রাত ৮টার দিকে যশোর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে। শনিবার অভিযুক্তকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম সোহাগ রূপসার নৈহাটী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।</p> <p style="text-align:justify">মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক আশিক রেজা জানান, ২০ নভেম্বর বিকেলে ডলি বেগমের স্বামী নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান- ডলি বেগম ঘুমের ট্যাবলেট খেয়েছে। এমন খবর পেয়ে নিহতের স্বজনরা লখপুরে ভাড়া বাড়িতে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন।</p> <p style="text-align:justify">তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়। এ ঘটনায় ২১ নভেম্বর সকালে নিহতের মা মা নার্গিস বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।</p> <p style="text-align:justify">ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের মা থানায় একটি মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি নিহতের স্বামী মো. শরিফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।</p>