<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে গত ১৭ জুলাই পুলিশের ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারানো মেহেদী হাসান শুভর (১৮) পিতাকে অটোরিকশা উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩০ নভেম্বর) লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে মেহেদীর বাবার কাছে অটোরিকশাটি হস্তান্তর করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।</p> <p>আহত মেহেদী লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পালপাড়া গ্রামের অটোরিকশাচালক লিটন মিয়ার ছেলে। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। গুলিবিদ্ধ ছেলের পেয়ে চিকিৎসা ব্যয় মেটাতেই পূর্বের অটোরিকশা বিক্রি করে দেন লিটন মিয়া।</p> <p>গত ১ নভেম্বর দৈনিক কালের কণ্ঠের প্রিন্ট ও অনলাইন সংস্করণে ‘উন্নত চিকিৎসা ও কর্ম চাই’ শিরোনামে দৃষ্টিশক্তি হারানো মেহেদী হাসান শুভর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে সরকারের প্রতি মেহেদীর অনুরোধ ছিল, আহতদের অনুদান নয়, উন্নত চিকিৎসা ও চাকরির ব্যবস্থা করতে হবে। আর তার বাবা লিটন মিয়ার আকুতি ছিল কোনোভাবে যেন তার আয়ের বাহন অটোরিকশাটি ফিরে পায়। বিষয়টি নজরে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেদীর পরিবারের পাশে দাঁড়ায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামায়াতে ইসলামীর ব্যাপারে ভ্রান্ত ধারণা ছিল: বললেন হিন্দু নেতারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728508150-276f105e3c02df23fd5b3c79fcd2dc7d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামায়াতে ইসলামীর ব্যাপারে ভ্রান্ত ধারণা ছিল: বললেন হিন্দু নেতারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/10/1433701" target="_blank"> </a></div> </div> <p>কর্মী সম্মেলন ও উপহার হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘৭১ সালে দেশ প্রথমবার স্বাধীন হয়েছিল। স্বাধীনতার সুফল ভোগ করতে না পারায় ২৪ সালে ছাত্র-জনতা দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে মেহেদী হাসানের মতো হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। জামায়াতের পক্ষ থেকে মেহেদীর বাবাকে অটো রিকশাটি উপহার দিতে পেরে আমরা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি।’</p> <p>এ সময় তিনি দেশবাসীকে ইসকনসহ সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেন। </p> <p>লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর নূরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মু. ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, লালমাই উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম সরোয়ার মজুমদার কামাল প্রমুখ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর ভাতিজার চার দিনের রিমান্ড মঞ্জুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731932174-d3b83979ed401d5272aad1f99e3de5ac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর ভাতিজার চার দিনের রিমান্ড মঞ্জুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1448050" target="_blank"> </a></div> </div> <p>উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে আহত মেহেদী ও তার বাবা লিটন মিয়াকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেহেদী বলেন, ‘দেশের জন্য আন্দোলন করে আহত হয়ে সাড়ে তিন মাস ধরে ঘরে পড়ে আছি। পরিবারের আয় বন্ধ। লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রায় প্রতিদিনই খবর নিয়েছেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। এখন আবার দলের পক্ষ থেকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছেন।’</p>