<p>পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জে সার মজুদ করে বেশি দরে বিক্রির অভিযোগে বিসিআইসি ডিলার মেসার্স এলাহী ট্রেডার্সের চুক্তিভিত্তিক মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে থাকা ২ হাজার ৩৭৭ বস্তা নন ইউরিয়া সার জব্দ করার নির্দেশ দেওয়া হয়।</p> <p>একই সময়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে সার বিক্রির অভিযোগে ওই বাজারের অমল চন্দ্র রায় নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। </p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ ও বেশি দরে সার বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার তুরাব আলী এই দণ্ডাদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারের ভর্তুকি থেকে ৩০০০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732100521-e791d09c86adb92930b4e9670a40a809.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারের ভর্তুকি থেকে ৩০০০ কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448755" target="_blank"> </a></div> </div> <p>প্রশাসন জানায়, কালীগঞ্জ বাজারে সার মজুদ করে বেশি দরে বিক্রির সংবাদের ভিত্তিতে যেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রতি বস্তা সারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছিল। ওই বাজারের বিসিআইসি ডিলার মেসার্স এলাহী ট্রেডার্সের গুদামে অভিযান চালালে ৭৭৭ বস্তা টিএসপি ও ১৬০০ বস্তা এমওপি সার মজুদ পাওয়া যায়। এসব সার অবৈধভাবে মজুদ করে বেশি দরে কৃষকদের কাছে বিক্রি করছিলেন ওই ডিলার। মেসার্স এলাহী ট্রেডার্সের লাইসেন্স নিয়ে চুক্তিতে ব্যবসা করে আসছিলেন হাছেন আলী। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে ওই বাজারে মা বীজ ভাণ্ডারে অভিযান চালালে সেখানেও অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক অমল চন্দ্র রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। </p> <p>দেবীগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার তুরাব হোসেন বলেন, অবৈধভাবে সার মজুদ করে বেশি দরে বিক্রির অভিযোগে এক ডিলারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আরেক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চগড়ে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728142794-86487e2c4c87dc62420f37eb174a8471.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চগড়ে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/05/1432124" target="_blank"> </a></div> </div> <p>দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক জব্দকৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।</p>