<p style="text-align:justify">জামালপুরের ইসলামপুরে আব্দুল হাই (৬৫) নামের এক সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে সাপধরী ইউনিয়নের প্রজাপতি চরের যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার হয়।</p> <p style="text-align:justify">এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজার থেকে তিনি নিখোঁজ হন। পরদিন দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেলেরা তার লাশ যমুনায় ভাসতে দেখে।</p> <p style="text-align:justify">নিহত আব্দুল হাইয়ের বাড়ি উপজেলার শশারিয়াবাড়ী এলাকায়। তিনি পাথর্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন। </p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই সন্ধ্যায় বাড়ি থেকে মলমগঞ্জ বাজারে যান। পরে বাজার থেকেই তিনি নিখোঁজ হন। রাতে নিহত আব্দুল হাইকে খোঁজাখুঁজি করা হলে তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে যমুনা নদীতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় মাঝিরা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।</p> <p style="text-align:justify">স্থানীয়দের ধারণা, নিহত আব্দুল হাইকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে যমুনা নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।</p> <p style="text-align:justify">ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ্ বলেন, যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>