<p>কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে আট কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এরপর দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া যায়। পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজাবে রহমত গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন।</p> <p>এদিকে মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া গেছে। এসব চিঠির মধ্যে পাওয়া গেছে প্রেমিককে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি। ইতিমধ্যে এসব চিঠি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাজারের ব্যাগ থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর..." height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733030901-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাজারের ব্যাগ থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর...</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452585" target="_blank"> </a></div> </div> <p>চিঠিটি খুলতেই দেখা যায় এতে লেখা রয়েছে, ‘আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানাইয়া দাও দয়া করে। আমি ও পাতিবাবু সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমাদের দুজনকে একসঙ্গে রাইখো। তার আগে আমার মৃত্যু দিয়ো। আমাদের মধ্যে যেন কোনো শাঁকচুন্নি না আসে। জান্নাতেও যেন আমার পাতিবাবু কোনো হুর না পায়। আল্লাহ তুমি ঠাকুমার ঝুলি কার্টুনে যে রকম পুকুর ছিল, সে রকম জাদুর পুকুরের সন্ধান দাও। যাতে আমি ওই পুকুরে ডুব দিয়ে সুন্দর হতে পারি। মুখের দাগগুলো যায়, চুল বড় আর ঘন হয়, আর যাতে কমবয়স্ক লাগে সারা জীবন। আল্লাহ আমাদের সবাইকে বড় হজ করার ব্যবস্থা কইরা দিয়ো। আমি আর আমার পাতিবাবু যাতে দুইবার অন্তত বড় হজ করতে পারি। আমি একটু সুন্দর হলেই কেউ না কেউ নজর দিয়ে দেয়। আল্লাহ এ রকম যাতে আর না হয় দেইখো। আমি আর আমার পাতিবাবুকে সরকারি জব পাওয়াইয়া দিয়ো। হালালভাবে যাতে চলতে পারি আমরা। আমার পাতিবাবুকে কয়েক দিনের ভেতরে সুস্থ কইরা দাও। আল্লাহ ডাক্তার বলছে, ওর একটা মেডিসিন সারা বছর খাওয়া লাগবে। ওর যাতে সারা বছর খাওয়া না লাগে, সে যাতে একেবারে সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি দয়া কইরা দেইখো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে আগরতলা-ঢাকা বাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733028510-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে আগরতলা-ঢাকা বাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452578" target="_blank"> </a></div> </div> <p>অপর এক চিঠিতে সৌদিয়ানকে বিয়ে করতে চেয়েছেন এক নারী। এতে লেখা, ‘আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ, তুমি তাকে আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করতে পারি (সুম্মা আমিন)। হে আমার রব, আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়ো না।’</p> <p>অন্য আরেকটি চিঠিতে লেখা রয়েছে, ‘প্রিয় খাদিজা আক্তার লিপি, আজ এই ঐতিহাসিক মসজিদে তোমার নামে একটা মানত পূর্ণ করলাম। তুমি নেই তো কী হয়েছে, তোমার দেওয়া স্মৃতি নিয়ে বাঁচব আজীবন। আমার কী দোষ ছিল? তুমি একটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখার পরও আমাকে নষ্ট করলে। আমি তোমাকে অভিশাপ দিব না। আমি আশা রাখি তুমি একসময় আমার হবে, যদি তুমি বাচ্চার মা হও আমার কোনো আফসোস থাকবে না।’</p>