<p>আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি এবং নিষিদ্ধ ড্রামের খোলা সয়াবিন তেল বিক্রির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ ছাড়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে তারা।</p> <p>ক্যাবের সহসভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পাংশা উপজেলা প্রতিনিধি কে এ দানিয়েল সিফাত, কালুখালী উপজেলা প্রতিনিধি শেখ মো. মাসুদ রানা, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শাজাহান বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শাহজাহান উদ্দিন ও ব্যবসায়ী প্রতিনিধি জামাল উদ্দিন প্রমুখ। এ সময় অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।</p> <p>সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসরদের দুর্নীতি বন্ধ হয়নি। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে বাজারে পেঁয়াজ ও আলুর অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে নতুন আলু উঠলেও তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এসব পণ্য ক্রয়ের সক্ষমতা হারাচ্ছে যেসব দ্রব্য হাত বদল হয়ে ভোক্তাদের হাতে আসছে তা ক্রয় ক্ষমতার বাইরে। বিগত সময়ে কখনোই আলুর এই রকম দাম বাড়েনি। এর মূল কারণ হলো সিন্ডিকেট। এ ছাড়া আইনে নিষিদ্ধ ড্রামে খোলা ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। এটা অনতিবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা। </p> <p>মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।</p> <p>রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে পাইকারি বাজার মনিটরিংয়ের কাজ নিয়মিত চলছে। যদি কোথাও মূল বৃদ্ধি সিন্ডিকেট হয়ে থাকে তাহলে টাস্কফোর্স কমিটির মাধ্যমে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।</p>