<p style="text-align:justify">জামালপুরের ইসলামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল গফুর খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।</p> <p style="text-align:justify">গত রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শিক্ষকেরা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পরীক্ষার প্রশ্ন নিতে গেলে কিছু শিক্ষক অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেন। এসময় সাংবাদিকদের কাছে নানান অনিয়ম-দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন।</p> <p style="text-align:justify">শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো অভিযোগ পত্রে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা কর্মকর্তার প্রভাবশালী বন্ধু সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতা করেন। এবছরের জুন মাস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালনের সময়ে ‘স্লিপ’ এর বরাদ্দ থেকে প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থেকে এক হাজার পাঁচ শত থেকে দুই হাজার টাকা নিতো। ক্ষুদ্র মেরামতের বরাদ্দের বিল প্রদান করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থেকে ৮ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। এছাড়াও ইবতেদায়ী মাদরাসা তথ্য আপডেট করে দিয়ে অবৈধভাবে লাখ-লাখ টাকা হাতিয়ে নেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগের ‘আমলনামা’ তুলে ধরে যা বললেন সারজিস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733140417-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগের ‘আমলনামা’ তুলে ধরে যা বললেন সারজিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/02/1453073" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গত ২৭ তারিখে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর খানের নামে ৭ জন শিক্ষক স্বাক্ষর করে লিখিত অভিযোগ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছেন।</p> <p style="text-align:justify">সহকারী শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় ডিবি প্রধান হারুন তার বন্ধু, সেই পরিচয় তিনি প্রভাব দেখাতেন। সরকারি চাকরি বিবি অনুযায়ী একজন কর্মকর্তা ৩ বছর এক স্থানে কর্মস্থানে থাকার কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১০ বছর যাবৎ এই উপজেলায় কর্মরত রয়েছেন। এতে তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেছেন।’</p> <p style="text-align:justify">গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অফিসের সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে বলেন, ‘শিক্ষকদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করে থাকেন। এছাড়াও নানান ও নিয়ম-দুর্নীতি করা যাচ্ছেন তিনি। পরীক্ষার প্রশ্ন নিতে টাকা পয়সা দিলেও তিনি কোনো টাকার রিসিট দেননি। এছাড়াও বিভিন্ন কাজে তিনি শিক্ষকদের কাছ থেকে অর্থ নিয়েছেন।’</p> <p style="text-align:justify">সহকারী শিক্ষক বেলাল হোসেন বলেন, ‘উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর নানান অনিয়ম ও দুর্নীতি করে দীর্ঘদিন ধরে এই উপজেলায় রয়েছেন। স্লিপ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্দের টাকা নিতে গেলে তাকে টাকা দিতে হয়েছে।’</p> <p style="text-align:justify">বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইসলামপুর শাখার সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মো. সোলাইমান বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষা কর্মকর্তাদের বিভিন্ন কাজ করতে হয়। আমরা শুনেছি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর গফুর তিনি নানান অনিয়ম-দুর্নীতি করেছেন।’ </p> <p style="text-align:justify">এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর খান বলেন,‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হঠাৎ করেই কিছু শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তা সম্পন্ন মনগড়া। তিনি নিজেকে অনিয়ন ও দুর্নীতির সঙ্গে জড়িত নেই বলেও জানান।</p> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর গফুর খানের নামে অভিযোগ দিয়েছে বলে শুনেছি। অভিযোগের অনুলিপিতে আমাদের নাম দেওয়া হলেও আমাদের কাছে এখন অভিযোগপত্র আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ </p>