<p>মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিল বিধবা মা ও পরিবারের লোকজন। আর এ সব অত্যাচার সইতে না পেরে ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন মা। সেই ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত তরুণ মেহেদী হাসান অন্তর (২১) পৌরসভার মধ্যবাজারের মৃত নিমাই মিয়ার ছেলে।</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, সোমবার এক নারী তার ছেলেকে নিয়ে এসে বলেন, প্রায় ১৭ বছর ধরে তিনি স্বামী হারা। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম করছেন তিনি। এর মধ্যে এক ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। চাহিদা মতো টাকা না দিলেই নির্যাতন করে। </p> <p>সুনন্দা দরকার প্রমা বলেন, মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় অভিযুক্ত অন্তর মাদক সেবনের কথা স্বীকার করেন। তখন মা ও ভাইয়ের সাক্ষীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।</p>