<p>গাইবান্ধায় ভুয়া ও বানোয়াট কাগজপত্র দিয়ে ভোটার হতে গিয়ে এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। </p> <p>রবিবার দুপুরে জেলার সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। ওই তিনজন হলেন কক্সবাজার বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে নুরুল আমিন (২৪), তার দুই সহযোগী সাদুল্যাপুর  উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে জীবনকৃষ্ণ সরকার (৩৪)।</p> <p>সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হওয়ার জন্য ভুয়া ও বানানো কাগজপত্রে আবেদন করেন রোহিঙ্গা যুবক নূরুল আমিন। আবেদন প্রক্রিয়া চলাকালে নূরুল আমিনের কথাবার্তা অসংলগ্ন এবং অসঙ্গতিপূর্ণ মনে হয়। পরে তার দেওয়া কাগজপত্র ভুয়া বলে সন্দেহ করে কর্তৃপক্ষ। পরে যাচাই-বাছাইয়ে ওই যুবকের নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় নথিপত্র ভুয়া প্রমাণিত হয়। </p> <p>স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসেছেন বলে স্বীকার করেন নূরুল আমিন।</p> <p>উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বাদী হয়ে নূরুল আমিন, তায়েফ সরকার ও জীবন কৃষ্ণসহ তিনজনের নামে প্রতারণা আইনে মামলা করেন। ওই মামলায় তাদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান তিনি।</p>