<p>নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ একরামুল হক (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক বি-ব্লক ২নং রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। </p> <p>চান্দগাঁও অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একরামুলকে গ্রেপ্তার করা হয়েছে। সে চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।</p>