<p>রাজধানী ঢাকার সদরঘাট থেকে নৌপথে চাঁদপুরে আসার সময় আশপাশের পরিবেশ দেখে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন বলেছেন, পদ্মা ও মেঘনাসহ যেকোনো নদী থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে পারবে না। আর যদি কেউ এসব করে সে যেই দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিন্ময় কৃষ্ণের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, পেছাল জামিন শুনানি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733209734-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিন্ময় কৃষ্ণের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, পেছাল জামিন শুনানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/03/1453356" target="_blank"> </a></div> </div> <p>আজ মঙ্গলবার (৩ নভেম্বর) চাঁদপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ সকালে চাঁদপুরে নির্মীয়মাণ লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন তিনি।</p> <p>নৌপরিবহন উপদেষ্টা ভারত প্রসঙ্গে বলেন, ‘কেউ যদি পায়ে পড়ে ঝগড়া করতে চায় তবে তাকে আর কী বলব! বাংলাদেশ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। সম্প্রীতির বন্ধন রক্ষা করা আমাদের বৈশিষ্ট্য। তাই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ওপারের সড়কে বাঁশের বেড়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733209764-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ওপারের সড়কে বাঁশের বেড়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/03/1453353" target="_blank"> </a></div> </div> <p>ভারতের বর্তমান আচরণ নিয়ে শাখাওয়াত হোসেন তিনি বলেন, ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ তা করবে না। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিতে থাকতে চাই। তারা যদি পায়ে পড়ে ঝগড়া করতে আসলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতই নষ্ট করছে।’</p> <p>ভারতকে উদ্দেশ্য করে শাখাওয়াত হোসেন বলেন, ‘অপপ্রচার করে বাংলাদেশকে হেনস্থা করে যাচ্ছেন, মনে রাখবেন, বাংলাদেশ ১৮ কোটি জনগণের দেশ, আপনাদের আশপাশের ছোট দেশ না। আপনারা আমাদের দেশের অন্য ধর্মালম্বীদের বিষয়ে কথা না বলে নিজেদের দেশের দিকে নজর দেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তারের পর মান্নান ফকির কারাগারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733205391-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তারের পর মান্নান ফকির কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/03/1453346" target="_blank"> </a></div> </div> <p>এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিবসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। </p> <p>এদিকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল নির্মাণে বিলম্ব হচ্ছে কেন, তা জানতে চান নৌ পরিবহন উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্টদের।</p>