<p>চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাচালক কামরান আলী ভুটু (৬০) নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া মহল্লার মৃত জুলফিকার আলী মন্ডলের ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খালি রিকশা নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি খালি ট্রলির ধাক্কায় নিজরিকশার নিচে চাপা পড়েন ভুটু। এতে তিনি ঘটনাস্থলে বুকে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বেলা ৩টার দিকে ভুটুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলি চালক ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায়।</p> <p>চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রলি জব্দ করেছে। ট্রলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ </p>