<p>চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার উপজেলার সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।</p> <p>ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর ৫টার দিকে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মিয়াজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সব পুড়ে যায়।</p> <p>ভুক্তভোগী সালমা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডে ঘটনায় আমার নতুন ২টি বসতঘর পুড়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল, ফ্রিজ ও আসবাবপত্র ছিল, সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।</p> <p>স্থানীয় অধিবাসী শহীদ উল্যাহ, ওয়াজী উল্যাহ ও ইউনুছ মিয়াজী ও জানান, ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্যাহ মিয়াজীর ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাট ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সালমা বেগমের ২টি বসতঘর ও পার্শ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। </p> <p>স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলাউদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব।’</p> <p>ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।’</p>