<p>বৈদ্যুতিক মিটার বক্সে মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে মিটার নিয়ে যাচ্ছে একটি চোর চক্র। বাধ্য হয়ে চক্রের দেওয়া বিকাশ বা নগদ নম্বরে গোপনে টাকা পাঠিয়ে চুরি যাওয়া মিটার ফেরত নিচ্ছেন ভুক্তভোগীরা। এমন অভিনব চুরির ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়।</p> <p>জানা যায়, চোর চক্রের সদস্যরা গভীর রাতে চুরি করে নিয়ে যাওয়া মিটারের পাশে পলিথিনে মুড়িয়ে রেখে গেছে চিরকুট। যেখানে লেখা রয়েছে, ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন ০১৮৫.....।’ চিরকুটে থাকা নম্বরে কল করলে ৭-১০ হাজার টাকা চাওয়া হচ্ছে। যা ওই নম্বরে নগদ বা বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হচ্ছে। আরো বলা হচ্ছে, তারা টাকা পাওয়ার ১৫ মিনিট পর মিটার পৌঁছে দেবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733893263-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/11/1456259" target="_blank"> </a></div> </div> <p>ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারে কাঠমিল, রাইসমিল ও ওয়ার্কশপের ৪টি বৈদ্যুতিক মিটার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।</p> <p>ভুক্তভোগী আসলাম উদ্দিন বলেন, আমার মিটার এই প্রথম চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মিল বন্ধ করে বাড়ি গেছি। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে মিলে এসে কাজ করার সময় দেখি মিটার নাই। পরে আস্তে আস্তে জানতে পারি আমার বাজারের আরো তিনজনের নাই। তবে মিটারের নিচে পলিথিনে মোড়ানো একটি চিরকুট দেখতে পাই। চিরকুটের ভেতরে একটি কাগজে লেখা ছিল, ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন ০১৮৫..... নম্বরে’। ওই মোবাইল নম্বরটিতে কল দিলে তারা নগদের মাধ্যমে ৭ হাজার টাকা পাঠাতে বলে। কিন্তু আমি গরিব মানুষ এত টাকা কিভাবে দেব বুঝতে পারছি না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733894480-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বালুর টেন্ডার ঘিরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/11/1456265" target="_blank"> </a></div> </div> <p>আরেক ভুক্তভোগী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘সকালে এসে দেখি মিলের মিটার নাই। পরে চিরকুটে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ৭ হাজার টাকা দাবি করে পরে দর কষাকষি করে সাড়ে ৫ হাজার টাকা ওই নম্বরে নগদে পাঠালে তারা বলে ১৫ মিনিট পরে মিটার পাওয়া যাবে। সত্যিই ১৫ মিনিট পরে আমার পাশের বাড়ির খড়ির ঘরে মিটার আছে বলে তারা জানায়। পরে সেখানে গিয়ে সত্যিই মিটার পাওয়া যায়।’</p> <p>ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে একদল চোর চক্র এই কাজ করছে। এজন্য তারা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। </p> <p>নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া সাব জোনাল অফিসের দয়িত্বে থাকা এজিএম (ওএন্ডএম) মঞ্জুর রহমান বলেন, ‘বিষয়টি যেহেতু চুরির তাই থানা দেখবেন। আর থানায় গিয়ে এফআইআর  করে ওই কপি পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিলে পরের দিনই মিটার সংযোগ দিয়ে দেবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয়নগরে তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৬" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733903046-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয়নগরে তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/11/1456303" target="_blank"> </a></div> </div> <p>বাগাতিপাড়া মডেল থানার ওসি অমিনুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে ভুক্তভোগী কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>