<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>গতকাল বুধবার চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।</p> <p>চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। সে ছাত্র আন্দোলনে নিহত হূদয় চন্দ্র তারুয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।<br />  </p>