<p>ময়মনসিংহের নান্দাইলে গত দুদিনে অসহায় দুই ব্যক্তির দুটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ অবস্থায় একমাত্র উপার্জনের মাধ্যম খুইয়ে অসহায় দুজন পথে বসেছে।</p> <p>গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে ও আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঘটনা দুইটি ঘটে ময়মনসিংহের নান্দাইলের কানুরামপুর ও চৌরাস্তা এলাকায়।</p> <p>স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, নান্দাইল চন্ডীপাশা এলাকার মো. মালেক আকন্দের ছেলে মো. আবুল বাসার গত দুদিন আগে দেড় লাখ টাকা ধার্য করে এক লাখ টাকা নগদ দিয়ে কিস্তিতে একটি নতুন ইজিবাইক ক্রয় করেন। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে যান। সেখান থেকে গতকাল দুপুরে একজন নারী ও দুজন পুরুষ নিয়ে নান্দাইলের চৌরাস্তায় আসেন।</p> <p>ইজিবাইক চালক আবুল বাসার জানান, পথে দুজন নারী নেমে গেলে কিছুদূর গিয়ে আরো দুজন পুরুষ যাত্রী ওঠান। পরে তারা ইজিবাইক থামাতে বলে সড়কের পাশে রেখে চালককে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ওসি পরিচয় দিয়ে বলেন, তুমি ইজিবাইক রেখে ওই স্থানে যাও। সেখানে অন্য এক পুলিশ আছে। তার কাছ থেকে হাতকড়াটি নিয়ে এসো। ওই সময় বাসার ইজিকবাইক রেখে যেতে না চাইলে ধমক দিয়ে জোড়পূর্বক যেতে বাধ্য করেন। মিনিট দশেক পরে এসে তিনি দেখেন ইজিবাইকের সঙ্গে ওসি পরিচয়ের ব্যক্তি নেই। পরে আশপাশে খোঁজ করেও আর কোনো সন্ধান করতে পারেননি।</p> <p>অপরদিকে গতকাল বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের কানুরামপুর বাস স্ট্যান্ড থেকে দুই যাত্রী নিয়ে দীপক রবী দাস নিজের ইজিবাইক করে ঈশ্বরগঞ্জের গালাহার নামক স্থানে যাচ্ছিলেন। কিছুদূর যেতেই হঠাৎ এক যাত্রী আসছি বলে ইজিবাইক থেকে নেমে যান। ওই সময় অপর যাত্রী অপেক্ষা করতে বলে ইজিবাইক থামান।</p> <p>স্থানীয় গ্রাম পুলিশের ছোট ভাই ইজিবাইক চালক দীপক রবী দাস জানান, ওই সময় ইজিবাইকে বসা যাত্রী তাকে বলেন- আগের যাত্রী ওই বাড়িতে পাশের একটি বাড়ি দেখিয়ে দিয়েছে। তার কাছে কয়েকটি ব্যাগ আছে। একটি ব্যাগ বহন করে আনার জন্য অনুরোধ করেন তিনি। এই কথায় ইজিবাইক রেখে সরল মনে যাওয়ার পর সেখানে কাউকে পাননি চালক। পরে তিনি ফিরে এসে দেখেন ইজিবাইকটি নেই। পরে অনেক সন্ধান করেও ইজিবাইকটি আর পাওয়া যায়নি।</p> <p>এ ঘটনার পর দুই ইজিবাইক চালক থানায় অভিযোগ দায়ের করলেও খোয়া যাওয়া ইজিবাইক এখনো উদ্ধার করা যায়নি।</p> <p>দুই ইজিবাইক চালক জানান, তারা অতিকষ্টে ইজিবাইকগুলো ক্রয় করেছেন। সংসার চালানোর একমাত্র পথ ইজিবাইক। এখন আয়ের মাধ্যম হারিয়ে পথে বসেছেন। কিভাবে সংসার চালাবেন আর কিভাবেই বা মাসে কিস্তি পরিশোধ করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন।</p> <p>নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, ইউজিবাইক উদ্ধার ও চক্রটিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।</p>