<p>দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কেননা কান্দর এলাকার ধানক্ষেতে দেখা মিলছে এক ব্যতিক্রমী দৃশ্য। দল বেঁধে হাতে সাবল, কোদাল, বাসিলা আর গামলা বালতি নিয়ে ইঁদুরের গর্তে খুঁজছে দরিদ্র পরিবারের শিশু-কিশোররা। তাদের স্বপ্ন, এই ধান দিয়ে পিঠাপুলি বানিয়ে খাবে তারা।</p> <p>কোমরপুর গ্রামের এক কিশোর বলে, '৪-৫ জন মিলে ইঁদুরের গর্তে ধান খুঁজতে এসেছি। ধান পেলে পিঠাপুলি বানিয়ে খাব। বাবা দিনমজুর, তাই আলাদা করে ধান কেনার সামর্থ্য নেই। ইঁদুরের গর্ত থেকে প্রতিদিন ১০-১২ কেজি পর্যন্ত ধান পাই। যা ভাগাভাগি করে নিই। কিছু ধান দিয়ে পিঠাপুলি বানাই আর বাকি ধান দিয়ে কয়েকদিনের ভাতের জোগান হয়।'</p> <p>স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, তারা গরিব মানুষ। পিঠাপুলি খাওয়া তাদের কাছে স্বপ্নের মতো। তাই ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহের চেষ্টা করে।</p> <p>তিনি বলেন, অভাব-অনটনের মধ্যেও শিশুদের মুখে এক চিলতে হাসি জীবনযুদ্ধের কঠিন বাস্তবতাকে মলিন করে দেয়। সমাজের বিত্তবানদের উচিত এসব পরিবারের পাশে দাঁড়ানো যাতে তাদের জীবনযুদ্ধ কিছুটা সহজ হয়।</p>