<p style="text-align:justify">ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ নামক একটি সংগঠন। অন্যথায় আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।</p> <p style="text-align:justify">শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা টু চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জর্জ আদালতে সাবেক এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল ইসকন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।</p> <p style="text-align:justify">ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ভারত সাম্রাজ্যবাদী ও আগ্রাসী দেশ। তারা সিকিমকে দখল করে নিয়েছে। বাংলাদেশও দখল করে নিতে চায়। তাই তারা উসকানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দিবেন না, অবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবেই চলবে।</p> <p style="text-align:justify">আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ইসকন এদেশে জঙ্গিবাদী কার্যক্রম চালাতে চাচ্ছে আর ভারতীয় মিডিয়া তাতে উসকানি দিচ্ছে। আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।</p> <p style="text-align:justify">এসময় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রোড মার্চের চিফ কো-অর্ডিনেটর আশরাফ-উজ-জামান, চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।</p> <p style="text-align:justify"><br />  </p>