<p>রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টাউন হল বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।</p> <p>মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের শ্রদ্ধা জানানোর মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন কমিশনার মো. মজিদ আলী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।</p> <p>আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার। এ সময় শহীদ বুদ্ধিজীবী ও একাত্তরের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। </p>