<p style="text-align:justify">পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর কল্পনা খাতুন (৯) নামের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকার একটি লিচু বাগান থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। </p> <p style="text-align:justify">নিহত শিশু কল্পনা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। মেয়েটিকে কে বা কারা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।</p> <p style="text-align:justify">এলাকাবাসী জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। </p> <p style="text-align:justify">ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। </p> <p style="text-align:justify">চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</p>