<p>দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে তিনি বলেছেন, এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না।</p> <p>শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা (ফাটিলাইজার) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজকে বিদায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734169054-7d32f5502bd5a485afd1394f46421dc0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজকে বিদায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/14/1457368" target="_blank"> </a></div> </div> <p> <br /> আদিলুর রহমান খান বলেন, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের শাসন আমলে প্রতিটি সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব দুর্নীতি গুলোকে নিরসন করে দেশকে নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা চলছে। </p> <p>শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গত সাড়ে ১৫ বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলো। এখন ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভিজ্ঞতা ছাড়াই ক্ষুদ্রঋণের কাজে চাকরি দেবে ব্র্যাক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734167680-feaadab0cd73a176ff425e5329ae33d5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভিজ্ঞতা ছাড়াই ক্ষুদ্রঋণের কাজে চাকরি দেবে ব্র্যাক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/jobs/2024/12/14/1457363" target="_blank"> </a></div> </div> <p>এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো.আব্দুল হান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>