<p style="text-align:justify">বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নন। শেখ হাসিনাকে ভারত ফ্লাট করেছিল তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সে ভারতের পুতুল, তাকে ভারত যেভাবে নাচাতো, সেভাবেই নাচতো।</p> <p style="text-align:justify">শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত মৌলভীবাজার উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  </p> <p style="text-align:justify">এম নাসের রহমান বলেন, ‘শেখ হাসিনা ভারতের নির্দেশনায় যা যা দরকার ছিল, সবই দিয়েছেন। এমনকি দিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন, আমি যা ভারতকে দিয়েছি ভারত কখনোই তা ভুলতে পারবে না। এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না। ভারতের দালাল কে দেশবাসী এখন ঠিকই বুঝে গেছে।’ </p> <p style="text-align:justify">নাসের রহমান আরও বলেন, ‘আগামী ২০২৫ সাল বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় সৃস্টি হবে। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি গণহত্যাকারী হিসেবে দেশবাসী চিহ্নিত করেছে। এদের  কিছু থাকবে না। এ গণহত্যাকারী দলটি দীর্ঘদিন দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা শুধু রাম রাজত্ব নয় দেশকে লুটেপুটে খেয়ে গেছে।’ </p> <p style="text-align:justify">জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। <br />  </p>