<p>ভোলার মনপুরা উপজেলায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।</p> <p>শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে স্থানীয় রামনেওয়াজ ঘাটে ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে দুইটি মাছের ঝুড়ি থেকে এ জাটকা জব্দ করা হয়। পরে বিকেলের দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।</p> <p>কোস্ট গার্ড দক্ষিণ জোনের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার শেখ শাহ আলম জানান, দুপুরের দিকে মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘাট থেকে দুইটি মাছের ঝুড়ি তল্লাশি করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ৩০ হাজার টাকা। পরে মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে মসজিদ, এতিমখানা ও দরিদ্রদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। </p>