<p>বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকাসহ এক চোরাকারবারিকে আটক করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন রোহিঙ্গা টিলা এলাকায় এই ঘটনা ঘটে। </p> <p>আটক মিজানুর রহমান মিজান (৩৫) উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার বাসিন্দা। </p> <p>বিজিবি সূত্রে জানা যায়, মিজান অবৈধভাবে মিয়ানমারে অনুপ্রবেশের সময় ধরা পড়ে। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p>নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।</p> <p>স্থানীয়রা জানায়, ফুলতলী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালানের হটস্পট হিসেবে পরিচিত। এখান দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচার করা হয়। মিয়ানমারে এসব পণ্য বিক্রি করে দেশে ফিরিয়ে আনা হয় গরু, মহিষ, সিগারেট, ইয়াবা ও আইচসহ নানা মাদকদ্রব্য।</p> <p>বিজিবি জানায়, সীমান্ত এলাকার স্থায়ী বাসিন্দারা গভীর অরণ্য ব্যবহার করে চোরাচালানের কাজে লিপ্ত থাকে। সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত সমানভাবে কাজ করলেও, চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।</p> <p>এই ধরনের অভিযান সীমান্তে চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।</p>