<p>পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে।</p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের টেবুনিয়া কৃষি ফর্মগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মৃত আলাউদ্দিন ও রাসেল মাস্টারের বাড়ির সামনে।</p> <p>পথচারী ও পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় নিহত সোহান মোটরসাইকেলে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে অপরদিক থেকে ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যায়। </p> <p>পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ইঞ্জিনচালিত ভটভটির চালক পালিয়ে যায়। </p> <p>আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। </p>