<p style="text-align:justify">হাসপাতালের ক্যাম্পাসে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয় টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার। বিগত সময়ে জাতীয় দিবস গুলোতে ফুল দেওয়া হতো এখানে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ফুল চুরি হয়ে যেতো। এবার এই মিনারে কেউ আসেনি, দেয়নি একটি ফুলের পাঁপড়িও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734333172-6473a4e59686ef6dd3551dfec93e4708.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/16/1458047" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, ময়লা আবর্জনায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শহীদ মিনার। ফুল দেওয়ার কোনো আলামত নেই। </p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসে ফুল দেওয়া হতো কিন্তু কয়ক মিনিটের মধ্যেই ফুল চুরি হয়ে যেতো। গত বছর একুশে ফেব্রুয়ারিতে টঙ্গী শহীদ মিনার থেকে ১০ মিনিটে ফুল উধাও সংক্রান্ত কালের কণ্ঠে একটি সংবাদও প্রকাশিত হয়। মাদকসেবিরা ফুল নিয়ে যাওয়ার কারণে এই শহীদ মিনারে ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে চুরি হয়ে যেতো।</p> <p style="text-align:justify">শহীদ মিনার এলাকার চা দোকানী আব্দুল করিম জানান, প্রতি বছর ফুল দেওয়ার শব্দ পেতাম। প্রশাসনের লোকজন ও নেতারা আসতেন। কিন্তু এবার রাতে বা সকালেও কেউ ফুল দিতে এসেছে বলে দেখিনি।</p> <p style="text-align:justify">টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন কালের কণ্ঠকে বলেন, টঙ্গীতে ফুল দেইনি। আমরা গাজীপুর যাচ্ছি।</p> <p style="text-align:justify">টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, টঙ্গী শহীদ মিনারে কেউ ফুল দেয়নি।</p>