<p>বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এর আগে বিএনপি কখনো মহান বিজয় দিবসে এতো স্বর্তস্ফুতভাবে আনন্দ শোভাযাত্রা করতে পারেনি। যার কারণে এবার প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছে দাবি নেতাকর্মীর। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মায়ের দেওয়া ৫ টাকা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734351693-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মায়ের দেওয়া ৫ টাকা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458131" target="_blank"> </a></div> </div> <p>এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাইন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি প্রমুখ।  শোভাযাত্রায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মক্কা বিজয়ের পর রাসুল (সা.) যা বলেছিলেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734351260-24ea5bfd5fe4a31ee102f1e6fb1dce27.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মক্কা বিজয়ের পর রাসুল (সা.) যা বলেছিলেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/12/16/1458129" target="_blank"> </a></div> </div> <p>এদিন সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড র‌্যালি নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয় শোভাযাত্রায় বের করা হয়। বগুড়া জেলা বিএনপির বিজয় শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা অংশগ্রহণ করেন। </p> <p>এর আগে বগুড়ায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুক্তির ফুলবাড়িতে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে বগুড়া জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার সাদমান আকিফ।</p> <p>পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ বগুড়ার পুলিশ সুপার) শহিদুল্লাহ, অতিরিক্ত ডিআইজি (পিবিআই বগুড়ার পুলিশ সুপার) শাহ মমতাজ উদ্দিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন।</p>