<p>বাংলাদেশ খেলাফত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক ও মুসলিমদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করার অভিযোগে ফরিদপুরের সালথায় মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাদ্দাম হোসেন নারানদিয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় আলেমরা জানান, সম্প্রতি নারানদিয়া এলাকার মো. সাদ্দাম হোসেন নামে এক মুসলিম যুবক নিজের ফেসবুক পেজে মাওলানা মামুনুল হকের ছবি পোস্ট করে লিখেন- কুকুরের বাচ্চাগুলো দেখতে একই রকম। সাদ্দাম তার ফেসবুকে আরেকটি পোস্টে লিখেন- যদি আমাকে ১ পয়েন্ট ৬ মিলিয়ন মুসলমান এবং একটি কুকুরের মধ্যে বেছে নিতে হয়, তবে আমি কুকুরটিকেই বেছে নেব। তার এসব বিতর্কিত পোস্ট দেখে স্থানীয় মুসল্লিরা চরম উত্তেজিত হয়ে উঠেন। পরে বিষয়টি আলেম-ওলামারা জানতে পেরে সাদ্দামের নামে মামলা করার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে পুরুরা মাদরাসার শিক্ষক মো. নিছারুদ্দীন মোল্যা বাদী হয়ে মঙ্গলবার রাতে সালথা থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।</p> <p>সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, মুসলিম ও একজন আলেমকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন সাদ্দাম হোসেন। বিষয়টি নিয়ে নারানদিয়া এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে সাদ্দামকে গ্রেপ্তার করি। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে সাদ্দামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।</p>