<p>নাটোরের নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি এবং খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নলডাঙ্গা থানার ২ নম্বর মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্বপাশে ৩০-৩৫ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734672194-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে যানবাহন থেকে নিচ্ছিলেন টাকা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459435" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, মুখমণ্ডলে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে। ভুক্তভোগীকে ঘটনাস্থলেই হত্যা করে ফেলে রাখা হয়ে থাকতে পারে। রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তারা মরদেহের পরিচয় সনাক্তের কাজ করছেন। মরদেহের পরিচয় সনাক্তের পর তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং এর কারণ উদঘাটন করা সম্ভব হবে।</p>