<p>ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।</p> <p>আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার এএসআই সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাটিখেকোদের ভয়ংকর থাবা সালথা-নগরকান্দার ফসলি জমিতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734843096-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাটিখেকোদের ভয়ংকর থাবা সালথা-নগরকান্দার ফসলি জমিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460058" target="_blank"> </a></div> </div> <p>এএসআই সগির মিয়া বলেন, ‘আজ রবিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।’</p>