<p style="text-align:justify">রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে মালামাল ও যাত্রীবাহী গাড়ি। চারটি ঘাটের সংযোগ সড়ক থেকে পন্টুন পর্যন্ত পথ ঢালু হয়ে আছে। ওই পথ অতিক্রম করতে গিয়ে প্রায়ই এক্সেল ভেঙে বিকল হয়ে থাকে পণ্যবাহী ট্রাক। পাশাপাশি র‌্যালিং না থাকায় পন্টুনের সামনে গাড়িগুলো খোলা জায়গায় দাঁড়িয়ে থাকে। এভাবে ঝুঁকি নিয়েই হচ্ছে ফেরি পারাপার।</p> <p style="text-align:justify">গতকাল শনিবার দিবাগত রাতে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ঢালু পকেট পথ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মালবাহী একটি ট্রাক। এ সময় পন্টুনের এক পাশে আটকে পদ্মায় ডুবে যাওয়া থেকে অল্পতে রক্ষা পায় ট্রাকটি।</p> <p style="text-align:justify">এতে ৭ নম্বর ফেরিঘাট দিয়ে গাড়ি পারাপার সাময়িকভাবে বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। প্রায় ১০ ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে ওই ঘাটটি ফের চালু করা হয়।</p> <p style="text-align:justify">বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার বিভিন্ন গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পারপার হয়। নৌপথের দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে ৩, ৪, ৬ ও ৭ নম্বর ঘাট চালু রয়েছে। অপর তিনটি ঘাট নদীভাঙনের কারণে কয়েক বছর যাবৎ বন্ধ।</p> <p style="text-align:justify">পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় ‘লো-ওয়াটার লেভেলে’ পন্টুন স্থাপন করার পর থেকে চালু থাকা চারটি ঘাটের পকেটপথ অনেক ঢালু হয়ে আছে। এতে ফেরি থেকে পন্টুনে নামার পর গাড়িগুলো পকেটপথ দিয়ে সহসা সংযোগ সড়কের ওপরে উঠতে পারছে না। সংযোগ সড়ক থেকে ওই ঢালুপথে নেমে ঝুঁকির মুখে ফেরিতে উঠছে বিভিন্ন গাড়ি। ঢালু পকেটপথ অতিক্তম করতে গিয়ে প্রায়ই মালবোঝাই অনেক ট্রাকের এক্সেল ভেঙে গাড়ি বিকল হয়ে পড়ছে।</p> <p style="text-align:justify">পাশাপাশি সব কটি ঘাটের পন্টুনের গুরুত্বপূর্ণ পকেটে কোনো র‌্যালিং নেই। সেখানে ফেরি না থাকলে পকেটগুলো সম্পূর্ণ খোলা ও অরক্ষিত অবস্থায় থাকে।</p> <p style="text-align:justify">বিআইডাব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় লো-ওয়াটার লেভেলে পন্টুন স্থাপন করার পর থেকে দৌলতদিয়ার সবকটি ফেরিঘাটের পকেটপথ অনেক ঢালু হয়ে আছে। দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটের ঢালু পকেটপথ দ্রুত মেরামত করা খুব জরুরি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’</p>