<p>বাংলাদেশি তরুণীর প্রেমের টানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছুটে এসেছেন পাকিস্তানি যুবক। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার বেলছড়িতে নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে তাদের কোর্ট ম্যারেজ হয়।</p> <p>তরুণী তাহমিনা মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়ন উত্তর পাড়ার আলী হোসেনের মেয়ে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী। পাকিস্তানি যুবক আলিম উদ্দিন দেশটির লাহোর সিটির বাসিন্দা। তিনি একটি কম্পানিতে চাকরি করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734954985-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460530" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, ৮ মাস ধরে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানি যুবক আলিম উদ্দিনের সঙ্গে তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানে গত ১১ ডিসেম্বর আলিম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে বেলছড়িতে আসেন। এরপর উভয়ের সম্মতিতে তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন ওই নাগরিক মেয়ের বাবার বাড়িতে অবস্থান করছেন। </p> <p>তাহমিনার বাবা আবুল হোসেন বলেন, ‘১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে তাদের কোর্ট ম্যারেজ হয়। ২২ ডিসেম্বর মাটিরাঙ্গা বেলছড়ি ইউনিয়নে নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়। আমার মেয়ে তার স্বামীর সঙ্গে পাকিস্তানে চলে যাবে মর্মে পাসপোর্ট ও ভিসার কাজ চলমান রয়েছে। তত দিন পর্যন্ত তারা এখানেই থাকবে। দোয়া করি তারা যেন সুখী হয়।’</p> <p>পাকিস্তানি যুবক আলিম উদ্দিন বলেন, ‘৮ মাস ধরে আমাদের প্রেমের সম্পর্ক। আমার পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে অবগত আছে। তাদের সম্মতিতে বিয়ে করেছি। আমি অল্প কিছু বাংলা বলতে ও বুঝতে পারি তাহমিনা আমাকে তা শিখিয়েছে।’</p> <p>মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘পাকিস্তানি নাগরিক প্রেমঘটিত কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে জন্য আমরা তার ওপর নজর রাখছি।’</p>